কোরিয়ার কিইং হি বিশ্ববিদ্যালয়ের সাথে জাবির সমঝোতা চুক্তি

মান্নান, জাবি প্রতিনিধি | ২৭ এপ্রিল ২০২২, ০৫:১১

ছবিঃ সংগৃহীত

কোরিয়ার কিইং হি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমঝোতা চুক্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার ও কিইং হি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ক্যানসার প্রিভেনটিভ ম্যাটেরিয়াল ডেভলপমেন্ট সেন্টারের প্রধান ড. বও লি কম স্বাক্ষর করেন। এ চুক্তি সম্পাদনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার খসরু পারভেজ মাধ্যম হিসেবে ভূমিকা পালন করেন।

বিজ্ঞতিতে আরও বলা হয়, এ চুক্তির আওতায় কিইং হি বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশেষত মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীগণ দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণা, সেমিনার ইত্যাদি কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পাবেন।



আপনার মূল্যবান মতামত দিন: