রাবিতে ইফতারের আবর্জনা পরিস্কার করল শের-ই-বাংলা হল ছাত্রলীগ

আসিফ আজাদ সিয়াম, রাবি প্রতিনিধি | ১৬ এপ্রিল ২০২২, ১০:২১

ছবিঃ সংগৃহীত

করোনাকালীন ক্ষতি পুষিয়ে নিতে এবার রমজান মাসেও খোলা রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। চলছে ক্লাস, পরীক্ষা। তাই ক্যাম্পাসে বন্ধু বান্ধুবী মিলে ইফতার সারছেন অনেক শিক্ষার্থী। এতে করে ক্যাম্পাসের বিভিন্ন মাঠে ময়লা-আবর্জনা জমে যাচ্ছে। সেই ময়লা আবর্জনা পরিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হল ছাত্রলীগ।

শুক্রবার(১৫ এপ্রিল) জুম্মার নামাজ শেষে শেখ রাসেল চত্বরের মাঠের ময়লা পরিষ্কার কার্যক্রম চালান তারা। এসময় অভিযানে অংশ নেন শের-ই-বাংলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রাতুল, সাধারণ সম্পাদক স্বাধীন খান, সহ-সভাপতি ওয়ালি ‍উল্লাহ রাজু, যুগ্ম- সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী।

শের-ই-বাংলা হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বাধীন খান বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে সেটি কাম্য নয়। প্রকৃতিকে পরিচ্ছন্ন রাখতে পারলে প্রকৃতি আমাদের প্রশান্তি দান করবে। এমন উপলব্ধি থেকে আমরা শের-ই বাংলা ফজলুল হক হল ছাত্রলীগ আজ উদ্যোগ নিই যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্পটে ময়লা আবর্জনা পরিষ্কার করার মাধ্যমে সবাইকে মেসেজ দিতে চাই "আমরা সবাই মিলে আমাদের ক্যাম্পাসটাকে পরিচ্ছন্ন রাখার অঙ্গীকারে আবদ্ধ হই"।

সেই উদ্দেশ্যকে সামনে রেখে জুম্মার নামাজ শেষে সবাই মিলে শেখ রাসেল চত্বরের মাঠের ময়লা পরিষ্কার করতে আসি। কিন্তু এখানে এতো পরিমাণ ময়লা বা উচ্ছিষ্ট ছিল যা পরিষ্কার করতে প্রায় ৩ থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগে। রোজা রেখে এত সময় কাজ করার ফলে সবাই ক্লান্ত হয়ে যাই। তাই আজকের মতো আমাদের অভিযান সমাপ্ত করি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ক্লাসে শিক্ষার্থীদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করা উচিত। এছাড়া আমাদের পরিবেশকে আমরা সবাই মিলে পরিচ্ছন্ন রাখার জন্যও অনুরোধ করেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর