কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপনের লক্ষ্যে স্বল্প পরিসরে কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো: আমিরুল হক চৌধুরী।
কর্মসূচির অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১১ টায় মঙ্গল শোভাযাত্রা ও শোভাযাত্রা শেষে আলোচনা সভার মধ্যে দিয়ে পহেলা বৈশাখের সীমিত পরিসরের আয়োজন শেষ হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন।
পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল সকাল ১০ টায় কান্দিরপাড় হতে ০৫ (পাঁচ)টি বাস ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং অনুষ্ঠান শেষে ফিরে যাবে।
পহেলা বৈশাখ উদযাপনের লক্ষ্যে ১১ সদস্যের কমিটি করা হয়েছে। এ কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান। তিনি বলেন,
'পবিত্র মাহে রমজান থাকার কারনে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে স্বল্প পরিসরে পহেলা বৈশাখ উদযাপন করা হবে।'
উল্লেখ্য, পহেলা বৈশাখ বঙ্গাব্দের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। দিনটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে পালিত হয়।
আপনার মূল্যবান মতামত দিন: