টিকাকেন্দ্রে জাবি শিক্ষার্থীকে মারধর, মহাসড়ক অবরোধ

মান্নান, জাবি প্রতিনিধি | ১১ এপ্রিল ২০২২, ২৩:২১

সংগৃহীত

 ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে করোনা ভাইরাসের টিকা নিতে গিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষার্থী মারধরের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।  

রবিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মারধরের প্রতিবাদে ও বিচার দাবীতে ঢাকা- আরিচা মহাসড়কের আরিচাগামী লেন প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে। 

এর আগে দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে করোনা ভাইরাসের টিকা নিতে গেলে স্বাস্থ্য কমপ্লেক্সের স্বেচ্ছাসেবকরা শিক্ষার্থীদের উপর হামলা করে। 

হামলার শিকার হওয়া দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৪ তম ব্যাচের মোঃ ইমন ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের মোঃ মাজেদ। তারা উভয়ই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক শিক্ষার্থী। 

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি।



আপনার মূল্যবান মতামত দিন: