অকালেই ঝরে গেল হাবিপ্রবির এক মেধাবী মুখ!

মশিউর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি | ১০ এপ্রিল ২০২২, ০১:০৫

সংগৃহীত

আজ ৯ এপ্রিল রোজ শনিবার ভোরে সেহরির পর হাজী মোহাম্মদ নিজেই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ নাজমুল হক উচ্চরক্তচাপজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।

তার এমন মৃত্যুতে তার সহপাঠী সহ পুরো হাবিপ্রবি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নাজমুল হক এর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান শোক প্রকাশ করেছেন৷ শোকবার্তায় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়েরর একটি একটি তাজা প্রাণ অকালেই ঝরে গেল,এমন মৃত্যু মেনে নেওয়া কষ্টদায়ক।আমি তার মৃত্যুতে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি ও তার রুহের মাগফিরাত কামনা করছি।

নাজমুল হক এর সহপাঠী সূত্রে জানা যায় তিনি অত্যন্ত মেধাবী ও হাসিখুশি মিশুক প্রকৃতির ছেলে ছিলো তিনি বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের আবাসিক শিক্ষার্থী ছিলো। জিয়া হলেও চলছে শোকের মাতম।

মরহুমের জানাযা আজ বাদ জোহর তার নিজ বাসভবন পার্বতীপুরে অনুষ্ঠিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন: