জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক- সম্পাদক প্রীতম

মান্নান, জাবি প্রতিনিধি | ৩ এপ্রিল ২০২২, ০৩:৫৬

সভাপতি/ সাধারণ সম্পাদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১২ টি সাংস্কৃতিক সংগঠনের জোট জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের ২০২২- ২০২৩ সেশনের কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন জাহাঙ্গীরনগর থিয়েটারের (অডিটোরিয়াম) সৌমিক বাগচী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ধ্বনির সামি আল জাহিদ প্রীতম। 

শনিবার (২ এপ্রিল) জোটের বিদায়ী সভাপতি দিপঙ্গর চক্রবর্তী ও সাধারণ সম্পাদক সোহানুর রশীদ মুন গাজী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আরিফুল ইসলাম ও ঐশি তানজিম, সহ- সাধারণ সম্পাদক প্রাপ্তি তাপসী, অর্থ সম্পাদক শরণ এহসান, দপ্তর সম্পাদক ওমর ফারুক বান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদ্দাম হোসাইন রোহান, কার্যকরী সদস্য সামিয়া ইসলাম আনিকা, রেফাত মাহমুদ ও আব্দুর রহমান নাহিদ। 

এছাড়া পর্যবেক্ষক হিসেবে রয়েছেন জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির নাফিস মাহমুদ।  

সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় এ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। চলচ্চিত্র আন্দোলনের শামচুজ্জোহা স্থির ও ধ্বনির সামি আল জাহিদ প্রীতম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেন। ১২ টি সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে ধ্বনির সামি আল জাহিদ প্রীতম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।



আপনার মূল্যবান মতামত দিন: