হাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত 

মশিউর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি | ২৮ মার্চ ২০২২, ১০:১৭

আন্তর্জাতিক ওয়েবিনার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি ) পরিসংখ্যান বিভাগের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ওয়েবিনার " Contemporary Statistical Analysis "। ওয়েবিনারটি রবিবার (২৭ মার্চ) হাবিপ্রবির ভার্চুয়াল ক্লাসরুমে দুপুর ২ টা ৩০ মিনিটে শুরু হয়।

ওয়েবিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ট্রেজারার অধ্যাপক ড.বিধান চন্দ্র হালদার, হাবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রক ও রেজিস্টার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মো. জিয়াউল হাসান, সহকারী অধ্যাপক ড. রাজিব দে, সহকারী অধ্যাপক এ.এস.এম আবু সাঈদ, সহকারী অধ্যাপক মো. সবুজ আলি, সহকারী অধ্যাপক মোছা. দিলারা পারভিন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এরফান আলী খোন্দকার । অনুষ্ঠানটি সঞ্চলনা করেন পরিসংখ্যান বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন মিতু। 

ওয়েবিনারটিতে মূল আলোচক হিসাবে অনলাইনে যুক্ত ছিলেন 

মার্কিন যুক্তরাষ্ট্রের বল স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রহমতুল্লাহ ইমন। ফিজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ. বি. এম শওকত আলী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিমল সিনহা।

বিশেষ অতিথির বক্তব্যে হাবিপ্রবির ট্রেজারার অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার বলেন, " সময়ের সাথে সাথে পরিসংখ্যানের গুরুত্ব দিনের পর দিন বেড়েই চলেছে । বর্তমানে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি সহ সকল ক্ষেত্রে গবেষণার কাজে পরিসংখ্যানের ব্যবহার বেড়েই চলছে। এমন ওয়েবিনার যতবেশি হবে শিক্ষার্থীরা ততবেশি পরিসংখ্যান সম্পর্কে বেশি জানতে পারবে "। এ সময় ওয়েবিনারটি আয়োজন করায় পরিসংখ্যান বিভাগকে ধন্যবাদ জানান হাবিপ্রবির ট্রেজারার। 

সভাপতির বক্তব্যে পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. এরফান আলী খোন্দকার বলেন, " শিক্ষার্থীদের দক্ষ পরিসংখ্যানবিদ হিসাবে গড়ে তুলতে এরকম ওয়েবিনার ও সেমিনারের বিকল্প নেই। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি দেশি-বিদেশী, দক্ষ ও গুণী পরিসংখ্যানবিদদের নিয়ে বিভিন্ন বিষয়াদির উপর সেমিনার এবং ওয়েবিনার আয়োজন করার"। 

এ সময় তিনি অনলাইনে যুক্ত সকল অতিথিদের ধন্যবাদ জানান। 

এদিকে, ওয়েবিনারে অনলাইনে যুক্ত পরিসংখ্যানবিদ আউটলায়ার ইন স্ট্যাটিস্টিকাল ডাটা, ডিজেস্টার ম্যানেজমেন্টে পরিসংখ্যানের ব্যবহার এবং মেটা এনালাইসিস ব্যবহারের উপর আলোচনা করেন বক্তারা। 

উল্লেখ্য যে, ওয়েবিনারটিতে হাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অনলাইনে যুক্ত ছিলেন।


আপনার মূল্যবান মতামত দিন: