স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে মেডিসিন ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প

গবি প্রতিনিধি | ২৭ মার্চ ২০২২, ১৬:২০

মেডিক্যাল ক্যাম্প

গণ স্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ মেডিসিন ক্লাবের উদ্যোগে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান ও হেলথ চেকআপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৬ মার্চ, ২০২২) সকাল থেকে বিকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধের সামনে উক্ত ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। এসময় বিনামূল্যে প্রায় কয়েকশত সাধারণ মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।

মোস্তাকিম আহমেদ খান তনয় বলেন, 'মেডিসিন ক্লাব আর্তমানবতার সেবায় একটি পরিবারের নাম এবং থ্যালাসেমিয়া রোগীদের বিনামূল্যে আমরা রক্ত দিয়ে আসছি মেডিসিন ক্লাবের জন্ম লগ্ন থেকে এবং ভবিষ্যতেও এইধারা অব্যাহত রাখতে আমাদের এই প্রোগ্রাম। ইনশাআল্লাহ রক্তের অভাবে মরবেনা কোনো রুগী, অজ্ঞাত থাকবেনা কারো রক্তের গ্রুপ।' 

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি মোস্তাকিম আহমেদ খান তনয় ও সাধারণ সম্পাদক মোঃ আতিক মোর্শেদসহ সংগঠনের সকল সদস্যগণ।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর