একাত্তরের ২৫ মার্চের ভয়াল কালরাতে বাংলাদেশের নিরীহ মানুষের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় শহীদদের স্মরণে ও তাঁদের আত্মার শান্তি কামনায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোমবাতি জ্বেলে ২৫ মার্চের ভয়াবহতা স্মরণ করেন শিক্ষক,শিক্ষার্থী,কর্মকর্তারা।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান এর নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, হাবিপ্রবি ছাত্রলীগ নেতৃবৃন্দ ও কর্মচারীদের নিয়ে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়েছে। পরবর্তীতে রাত ৯টা থেকে ৯টা ১মিনিট পর্যন্ত সারাদেশের ন্যায় হাবিপ্রবিতে প্রতীকী ‘ব্লাক আউট’ পালন করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: