হাবিপ্রবিতে আইটি ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

হাবিপ্রবি প্রতিনিধি | ২২ মার্চ ২০২২, ০৫:০২

ছবিঃ সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(হাবিপ্রবি) বাংলাদেশ ইনোভেশন ফোরাম কর্তৃক ' আইটি ক্যারিয়ার: দ্যা চ্যালেঞ্জ এন্ড প্রসপেক্ট ' বিষয়ক সেমিনার আয়োজিত হয়।

সেমিনারটি ২১শে মার্চ,সোমবার হাবিপ্রবির অডিটোরিয়াম-০২ তে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড.এম কামরুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ার অনুষদের ডীন প্রফেসর মো: মেহেদী ইসলাম। সেমিনারে সভাপতিত্ব করেন ক্যারিয়ার এডভাইজার সার্বিস এর ডিরেক্টর ড.এন.এইচ.এম রুবেল মজুমদার।

সেমিনারে আইটি ক্যারিয়ার বিষয়ে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইনোভেশন ফোরামের সিইও আরিফুল হাসান অপু,ব্রেইনস্টেশন এর প্রতিষ্ঠাতা ও সিইও রাইসুল কবির,টিচ টেরিন আইটি লিমিটেড এর ডিরেক্টর আনিসুল হক ভূঁইয়া,রাইসআপ ল্যাবস এর সিইও এরশাদুল হক এবং স্কিল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও সিইও মো: সাহাদাত হোসেন রিয়াদ।

সেমিনারে সমাপনী বক্তব্য প্রদান করেন সেমিনারের সভাপতি ড.এম.এন.এইচ রুবেল মজুমদার।



আপনার মূল্যবান মতামত দিন: