হাবিপ্রবিতে অমর একুশে বইমেলা শুরু ২৮ শে ফেব্রুয়ারি 

মশিউর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি  | ২৭ ফেব্রুয়ারী ২০২২, ২২:১২

অমর একুশে বইমেলা

'জ্ঞানের আলোয় চেতনার জাগরণ' স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এই বছরেও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রথম আলো বন্ধুসভা আয়োজন করতে যাচ্ছে একুশে বইমেলা ২০২২।

আগামী সোমবার (২৮ শে ফেব্রুয়ারি) থেকে ২রা মার্চ পর্যন্ত আয়োজিত হতে যাচ্ছে এই অমর একুশে বইমেলা।

প্রথম আলো বন্ধুসভা হাবিপ্রবি শাখা আয়োজিত এই বইমেলায় কমপক্ষে ১২-১৫ টি স্টল থাকার কথা রয়েছে। এছাড়াও হাবিপ্রবির বিভিন্ন সামাজিক সংগঠনের আলাদা আলাদা স্টল থাকবে। অমর একুশে বইমেলা উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার এবং প্রথম আলো বন্ধুসভা হাবিপ্রবি শাখার উপদেষ্টামন্ডলী। 

এ ব্যাপারে প্রথম আলো বন্ধু সভার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, 'প্রথম আলো বন্ধুসভা সবসময় ভালো কাজ গুলো করার চেষ্টা করে।ভালো কাজের সাথে থাকে। একটি সুষ্ঠু ও বিকশিত সমাজ গড়ে তুলতে বইয়ের ভূমিকা অপরিসীম। ক্যাম্পাসে বইমেলার অনন্য প্রয়োজনীয়তার কথা চিন্তা করে প্রথম আলো বন্ধুসভা,হাবিপ্রবি থেকে নিয়মিত আয়োজন করা হয় অমর একুশে বইমেলা।এবারেও তার ব্যতিক্রম নয়'।



আপনার মূল্যবান মতামত দিন: