দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য "English Language Learning Strategies for Higher Education" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ বিকাল ৩টায় উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটির মূল আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের সাবেক শিক্ষক এবং সাইফুরস কোচিংয়ের প্রতিষ্ঠাতা সাইফুর রহমান খান। সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক মোঃ সাইফউদ্দিন দুরুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির সোশ্যাল সাইন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী এবং সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মোঃ আব্দুর রশিদ।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রোজিনা ইয়াসমিন লাকি, ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ জুয়েল আহমেদ সরকার।
আলোচক সাইফুর রহমান খান সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মাঝে উচ্চ শিক্ষা অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন। শিক্ষার্থীরা কিভাবে প্রস্তুতি নিলে সফল হতে পারবে এবং শিক্ষার্থীদের ব্যর্থ হওয়ার কারণ গুলোও তিনি এ সময় বিস্তারিতভাবে তুলে ধরেন।
সমাজবিজ্ঞান বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী মৃদুল হোসেন বলেন, "আমাদের বিভাগের শিক্ষকবৃন্দ সবসময়ই শিক্ষার্থীবান্ধব উদ্যোগ নিয়ে থাকেন এবং একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমাদের সার্বিক স্কিল ডেভেলপমেন্টের জন্য দিকনির্দেশনা দিয়ে থাকেন। তারই একটি প্রতিফলন আজকের এই সেমিনার। এই সেমিনার আমাদেরকে ইংরেজি এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে ইংরেজির গুরুত্ব নিয়ে নতুন করে ভাবতে শেখালো। ধন্যবাদ জানাই আমাদের বিভাগের সম্মানিত শিক্ষকগনকে এবং এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকুক এই প্রত্যাশা করি।"
সমাপনী বক্তব্যে সহযোগী অধ্যাপক মোঃ আব্দুর রশিদ বলেন, আমরা সব সময় চাই আমাদের শিক্ষার্থীরা সব দিক থেকে এগিয়ে যাক। আমি আশা করছি এই সেমিনারটির মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন। এ সময় তিনি আরও বলেন,আমরা সব সময় আমাদের শিক্ষার্থীদের কিভাবে এগিয়ে নেয়া যায় সে বিষয়ে চিন্তাভাবনা করি। আমি আশা করছি, আমার বিভাগের শিক্ষার্থীদের সব দিক থেকে এগিয়ে নিতে আরও অনেক সফল ব্যক্তিদের মাধ্যমে সেমিনার অনুষ্ঠিত করতে পারবো।সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাসান জামিল জেনিথসহ সকলকে ধন্যবাদ জানিয়েছে বক্তব্য শেষ করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ গোলাম রব্বানী বলেন, সমাজবিজ্ঞান বিভাগ থেকে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারের কথা জানতে পেরেই আমি অনেক খুশি হয়েছি। ইংরেজিতে খারাপ করার কারণে প্রতি বছর আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বাহিরে পড়ালেখা করতে যেতে পারে না। সেক্ষেত্রে এরকম সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা আগাম সব বিষয় সম্পর্কে জানতে পারে এবং সে অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে পারে।
আপনার মূল্যবান মতামত দিন: