জাবিতে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন

মান্নান, জাবি প্রতিনিধি | ২১ ফেব্রুয়ারী ২০২২, ২০:৫৯

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

২১ ফেব্রুয়ারির (সোমবার) প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোঃ নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, ভারপ্রাপ্ত প্রক্টর আ.স.ম. ফিরোজ উল হাসান।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পর একে একে শ্রদ্ধা নিবেদন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।

উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন রফিক, জব্বার, সালাম, বরকত সহ অনেকে।



আপনার মূল্যবান মতামত দিন: