ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বহাল থাকবে ‘ঘ’ ইউনিট।
বুধবার উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান এর সভাপতিত্বে পরিচালিত ডিন্স কমিটির এক সভায় বিষয়টি চুড়ান্ত হয়। বেলা ১২ টার দিকে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ডিন্স কমিটির সভায় সর্বসম্মতিক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিট বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। সভায় সার্বিক দিক বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘অনেক শিক্ষার্থীরা ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। মাঝপথে ঘ ইউনিট বাতিলের সিদ্ধান্ত প্রণীত হলে শিক্ষার্থীরা এবং অভিভাবকেরা উদ্বেগ প্রকাশ করেন। এ সকল বিষয় বিবেচনা করে সবার সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।’
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির এক বিশেষ সভায় ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট বাদ দিয়ে চারটি ইউনিটের (ক, খ, গ ও চ) অধীনে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে সুপারিশ প্রণীত হয়েছিল।
আপনার মূল্যবান মতামত দিন: