রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরিক্ষার দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

রাবি প্রতিনিধি | ১০ ফেব্রুয়ারী ২০২২, ০০:০৯

ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিতীয় বার ভর্তি পরীক্ষা চালুর দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। বুধবারে (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের এ মহাসড়ক অবরোধ করেন তারা।

এসময় তাদের 'রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চাই সুযোগ চাই' 'সুযোগ চাই মানুষ হবো, সুন্দর জীবন গড়তে শিক্ষার দরজা হোক উন্মুক্ত, দেশের বোঝা না বাড়িয়ে দ্বিতীয়বার পরিক্ষার সুযোগ দিন" "সিলেকশন সিস্টেম বাতিল চাই, 'সুন্দর একটা জীবন চাই' 'দেশের বোঝা না করে, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা চাই' ইত্যাদি প্লেকার্ড প্রদর্শন সহ স্লোগান দিতে দেখা যায়।

কর্মসূচিতে উপস্থিত সংগ্রাম খান নামে একজন শিক্ষার্থী বলেন দ্বিতীয়বার তো দূরের কথা আমাদের ভালো ফলাফল থাকা সত্বেও প্রথমবারেই পরিক্ষায় বসতে দেওয়া হচ্ছে না। ভর্তি পরিক্ষার আগেই প্রাথমিক বাছাইয়ে ভর্তিইচ্ছু অর্ধেকেরও বেশি শিক্ষার্থী বাদ দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের দোষ কি ? কেন আমাদের পরিক্ষায় বসার আগেই বাতিল করা হচ্ছে ? আমাদের কি অধিকার নেই বিশ্ববিদ্যালয়ে পড়ার? রাবিতে ২০১৮ সাল থেকে সেকেন্ড টাইম পরিক্ষা বন্ধ করা হয়। শিক্ষার্থীদের ভালো প্রস্তুতি থাকা সত্বেও সিলেকশন নিয়মের কারণে ভর্তি পরীক্ষা দিতে পারিনা। সিলেকশন সিস্টেমের কারণে অনেক সত্যিকারের মেধাবী প্রথমেই বাদ পড়ে যায়। আমরা চাই আবার সেকেন্ড টাইম চালু হোক।



আপনার মূল্যবান মতামত দিন: