গবেষণায় গুরুত্ব দিতে চাই: কুবি উপাচার্য অধ্যাপক মঈন

কুবি প্রতিনিধি | ১ ফেব্রুয়ারী ২০২২, ০৮:৩২

ছবিঃ সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সপ্তম উপাচার্য অধ্যাপক ড. এ.এফ.এম.আব্দুল মঈন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছে।

'গবেষণা খাতকে গুরুত্ব দিয়ে দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে সকলের সহযোগিতায় এগিয়ে যাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। শুধুমাত্র প্রথাগত এবং পাঠ্যপুস্তকের জ্ঞান দিয়ে আমরা বেশিদূর আগাতে পারব না। দেশের প্রয়োজনে কাজে লাগে এমন শিক্ষা আমাদের অর্জন করতে হবে। কুবি প্রশাসন কতৃক আয়োজিত পরিচিতি পর্ব অনুষ্ঠানে এসব কথা বলেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় তিনি তার নিয়োগপত্রে স্বাক্ষর করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ পদে যোগ দেন।

নিয়োগপত্রে স্বাক্ষর শেষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যে ও শহীদ মিনারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারকে সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর রুমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ (মিজান-নাসির), বঙ্গবন্ধু পরিষদ( নন্দী-জুলহাস), শাখা ছাত্রলীগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ফুল দিয়ে তাকে বরণ করে নেয়।



আপনার মূল্যবান মতামত দিন: