শীতার্তদের পাশে জাবি ক্যারিয়ার ক্লাব

মান্নান, জাবি প্রতিনিধি | ২৯ জানুয়ারী ২০২২, ১২:৪১

ছবিঃ সংগৃহীত

প্রতিবছরের ন্যায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ক্যারিয়ার গঠনে সহযোগিতামূলক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব (জেইউসিসি)।

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রায় অর্ধশত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি মারিয়াম জাহান সাবিলা বলেন, সকলের চেষ্টায় প্রতিবারের মতো শীতবস্ত্র বিতরণ করতে পেরেছি। অল্প হলেও তীব্র শীতের মাঝে কিছু মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে পেরেছি। আশা করি, ছোট ছোট সামাজিক কাজ আমাদেরকে দেশ ও জাতির সেবায় বৃহৎ ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করবে।

সাধারণ সম্পাদক হাসিন মুশতারী তারিশা বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও জাবি ক্যারিয়ার ক্লাব অসহায় শীতার্ত মানুষের পাশে রয়েছে, ভবিষ্যতেও থাকবে। এছাড়া বিত্তশালীদের প্রতি আহ্বান তাঁরাও যেন শীতার্তদের পাশে দাঁড়ান।

শীতবস্ত্র বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পরিচালক ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর এবং একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক মেহেদী হাসান দীপু প্রমুখ।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব 'Build Thyself, Serve the Nation' স্লোগানে যাত্রা শুরু করেছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্লাবটি অলাভজনক সংগঠন হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। ক্লাবটির মাধ্যমে বিভিন্ন ধরনের দক্ষতা উন্নয়ন সেশন আয়োজন করা হয়। এছাড়া শিক্ষার্থীরা নিজেদের কিভাবে চাকরির বাজারে প্রতিদ্বন্দ্বী হিসাবে গড়ে তুলবে এবং বিসিএস ও ব্যাংক জবস প্রিপারেশনে গাইডলাইনসহ বাইরে উচ্চশিক্ষা গ্রহণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে থাকে।



আপনার মূল্যবান মতামত দিন: