শাবিপ্রবি শিক্ষার্থীদের অনশনের সাথে রাবি শিক্ষার্থীদের সংহতি প্রকাশ

রাবি প্রতিনিধি | ২৩ জানুয়ারী ২০২২, ০৮:২৪

ছবিঃ সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের অনশনের সাথে সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ শনিবার দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে এই কর্মসূচি পালিত হয়।

অবস্থান কর্মসূচিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের অনশনের প্রতি সংহতি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, আমরা দেখছি প্রায় ৭২ ঘন্টা পেরিয়ে গেছে। অনেক শিক্ষার্থীর অবস্থা খুব‌ই করুণ। তারা পানি পর্যন্ত গ্ৰহণ করছে না। তাদের আত্মত্যাগ এমন পর্যায়ে গেছে একজনের নানী মারা যাওয়া সত্ত্বেও সে অনশন ভঙ্গ করেনি। আরেকজন শিক্ষার্থী বাবার হার্ট অ্যাটাক সত্ত্বেও অনশন কর্মসূচি পালন করছে। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তারা এই অনশন চালিয়ে যাবে বলেছে।

শিক্ষার্থীরা আর‌ও বলেন, যদি আমাদের কোনো শিক্ষার্থী ভাই-বোনদের ক্ষতি হয়। তাহলে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদের দাবানল জ্বলবে। এ আন্দোলন বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিলেও চলবে। সরকার মনে করছে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করলে আন্দোলন থেমে যাবে। কিন্তু এ নাটক আর চলবেনা। আমাদের এক দাবি তা হলো উপাচার্যের পদত্যাগ। সুতরাং প্রশাসনের উচিত অযোগ্য, নারীবিদ্বেষী উপাচার্য ফরিদ উদ্দিনের অপসারণ করে অতিদ্রুত এই সমস্যার সমাধান করা। এর বিকল্প কিছু হতে পারেনা। আমরা শাবিপ্রবি শিক্ষার্থীদের কর্মকাণ্ডকে স্বাগতম জানাই।

কর্মসূচিতে শিক্ষার্থীরা 'শিক্ষার্থীদের রক্ত ঝড়ে, প্রশাসন অট্টো হাসে', 'শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি', 'শাবিপ্রবিতে হামলাকারী সন্ত্রাসীদের বিচার চাই', 'শাবিপ্রবির নির্লজ্জ ভিসির অপসারণ চাই প্রভৃতি স্লোগান সংবলিত প্লাকার্ড প্রদর্শন করেন।

এসময় কর্মসূচিতে আমান উল্লাহ আমান (পপুলেশন সায়েন্স ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট), মহব্বত হোসেন মিলন (ইসলাম শিক্ষা), আব্দুল মজিদ অন্তর (রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক) নাইমুল ইসলাম নাইম (লোক প্রশাসন) প্রমূখ বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ‌ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে চতুর্থ দিনের মতো আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এই অনশনের প্রতি সংহতি জানিয়ে আজকের এই অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।



আপনার মূল্যবান মতামত দিন: