অনির্দিষ্টকালের জন্য বন্ধ শাবি, হল ছাড়ার নির্দেশ

সময় ট্রিবিউন | ১৭ জানুয়ারী ২০২২, ১০:২৬

ছবি সংগৃহীত

ছাত্রীদের আন্দোলনের মুখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আগামীকাল সোমবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে তিনদফা দাবিতে বৃহস্পতিবার রাত থেকে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা।

এদিকে, প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে তালা ভেঙে উদ্ধার করেছে পুলিশ। এ সময় বাধা দিলে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

ক্যাম্পাস সূত্র জানায়, বিকেল ৪টার দিকে ক্যাম্পাসে পুলিশ প্রবেশের পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এ অবস্থায় বিকেল ৫টার দিকে পুলিশ লাঠিচার্জ শুরু করে। নিক্ষেপ করে সাউন্ড গ্রেনেডও। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ইট-পাটকেল নিক্ষেপেরও ঘটনা ঘটে।

বর্তমানে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আন্দোলনকারী ছাত্রীরা হলে ফিরে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এ বিষয়ে আজনতে চাইলে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের সন্ধ্যা সাড়ে ৭টায় জানান, এ বিষয়ে তিনি খোঁজ নিয়ে জানাচ্ছেন।



আপনার মূল্যবান মতামত দিন: