ঢাবির শতাধিক কুকুরকে জলাতঙ্ক টিকা প্রদান

ঢাবি প্রতিনিধি | ৮ জানুয়ারী ২০২২, ০৯:৫৪

ছবিঃ সংগৃহীত

বিশ্বের অন্যতম ভয়ঙ্কর রোগ জলাতঙ্ক। বাংলাদেশেও এর ব্যাপক প্রাদুর্ভাব। জলাতঙ্কের অন্যতম বাহক কুকুর। বেসরকারি সংস্থা এগ্রোভেট বায়ো সলিউশনের উদ্যোগে রোগটি নির্মূলের লক্ষ্যে ঢাবির শতাতিক কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান করেছে।

শুক্রবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বিকাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে গিয়ে কুকুরদের টিকা প্রদান করা হয়। এছাড়া অসুস্থ কুকুরদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়।

এ সময়, ভলান্টিয়ার হিসেবে বশেমুরকৃবি ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী লরিন, শেকৃবি ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী সাকিব উপস্থিত ছিলেন। এছাড়াও এনিমেল ওয়েলফেয়ার ক্লাবের সহসভাপতি , সাধারণ সম্পাদক এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এগ্রোভেট বায়ো সলিউশনের কোর টিম মেম্বার মোস্তাফিজুর রহমান বলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রজন্মের পদচারণায় মুখরিত থাকে সবসময়। কুকুরগুলোর প্রতি থাকে স্নেহের দৃষ্টি। তাই কুকুর থেকে মানুষকে নিরাপদ রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ন পদক্ষেপ হল জলাতংকের ভ্যাক্সিনেশন কার্যক্রম আবশ্যিকভাবে সম্পন্ন করা। আমরা তারই অংশ হিসেবে এনিমেল ওয়েলফেয়ার ক্লাব অভ ঢাকা বিশ্ববিদ্যালয় এর সার্বিক সহযোগিতায় ১০০ টি কুকুরকে সম্পন্ন করেছি। এছাড়া অসুস্থ কুকুরকে তাৎক্ষণিক চিকিৎসাও দিয়েছি।

এনিমেল ওয়েলফেয়ার ক্লাব অব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং ব্র্যাক ইউনিভার্সিটির লেকচারার তাওহিদ তানজিম বলেন, কুকুরগুলো সবসময় ক্যাম্পাসেই ঘুরেফিরে। করোনার মাঝে এদের খাদ্যভাবে কষ্ট করতে দেখে সংগঠনের উদ্যোগে ফান্ডিং তৈরি করে খাবারের ব্যবস্থা করি। এবার এবিএস এর এক্সপার্ট টিম নিয়ে জলাতংকের টিকার মত গুরুত্বপূর্ন কাজটি শেষ করতে পারায় নিরাপদ থাকবে মানুষ৷


আপনার মূল্যবান মতামত দিন: