রাবির প্যারিস রোডে তিনদিন পর আবার ছিনতাই

রাবি প্রতিনিধি | ৪ জানুয়ারী ২০২২, ২৩:৩৯

ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছিনতাইয়ের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। গতকাল সোমবার (০৩ জানুয়ারী) রাত সাড়ে ৭টার দিকে উপাচার্যের বাস ভবনের সামনে প্যারিস রোডে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম উম্মে সালমা বৃষ্টি। তিনি বিশ্ববিদ্যালয়ের গ্রাফিকস এন্ড ডিজাইন বিভাগের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সাদিয়া নওশীন ভুক্তভোগীর বরাত দিয়ে বলেন, উম্মে সালমা উপাচার্যের বাস ভবনের পাশ দিয়ে কাজলা গেইটে যাচ্ছিলেন। হঠাৎ সেখানে নীল রঙের একটা বাইক আসে। বাইকে দুইজন অচেনা ব্যক্তি ছিল। তারা তার কাছ থেকে ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত গতিতে জোহাচত্ত্বর দিয়ে বেড়িয়ে যায়।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, তার ব্যাগে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, প্রয়োজনীয়
কাগজপত্র এবং ২৫ হাজার টাকা দামের একটি শাওমি ফোন ছিল বলে জানান তিনি। ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মতিহার থানায় জিডি করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মো. লিয়াকত আলী বলেন, আমি ইতোমধ্যে ঘটনাটি জেনেছি এবং আইনি প্রক্রিয়ায় পদক্ষেপ নিচ্ছি। বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশের ফলে পরপর এ ধরণের ঘটনা ঘটছে। বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞার ব্যাপারে আমরা প্রশাসন থেকে দ্রুতই পদক্ষেপ নিবো।

এ বিষয়ে মতিহার থানার ওসি বলেন, অভিযোগ পেয়েছি, এখন তদন্ত করে ব্যবস্থা নেবো।

প্রসঙ্গত, এর আগে গত ৩১ ডিসেম্বর মাইশা জান্নাত নামের এক শিক্ষার্থী এক‌ই স্থানে ব্যাগ ছিনতাইয়ের শিকার হয়েছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: