অপেক্ষার প্রহর শেষে জাবি ছাত্রলীগের নতুন কমিটি

সময় ট্রিবিউন | ৪ জানুয়ারী ২০২২, ১২:২৩

আক্তারুজ্জামান সোহেল ও হাবিবুর রহমান লিটন-ফাইল ছবি

মান্নান, জাবি প্রতিনিধি:

দীর্ঘ ৫ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ৪২তম ব্যাচের পাবলিক হেলথ এন্ড ইনফর্মেটিক্স বিভাগের শিক্ষার্থী আকতারুজ্জামান সোহেলকে সভাপতি ও ৪৩তম ব্যাচের দর্শন বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান লিটনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

৩ জানুয়ারি (সোমবার) সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়। আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়।

কমিটি ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নতুন কমিটির সভাপতি আকতারুজ্জামান সোহেল সময় ট্রিবিউনকে বলেন, “কেন্দ্রীয় কমিটি আমার ওপর যে আস্থা রেখেছে আমি তার যথাযথ মূল্য দিব। ছাত্রলীগের ভাবমূর্তি যাতে কোনভাবেই নষ্ট না হয় সেজন্য আপ্রাণ চেষ্টা করব।”

উল্লেখ্য, আক্তারুজ্জামান সোহেল ও হাবিবুর রহমান লিটন বিগত কমিটির সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: