নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি বাহাদুর, সম্পাদক পদে ড্র

নোবিপ্রবি প্রতিনিধি  | ২৯ ডিসেম্বর ২০২১, ০২:১৭

ছবিঃ সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ভোট কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। পরে বিকালে ভোট গণনা শেষে সন্ধ্যায় শিক্ষকদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. এস. এম. মাহবুুবুর রহমান। 

১৭৩ ভোট পেয়ে নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন নীল দল সমর্থিত প্রার্থী বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড কেমেস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

সাধারণ সম্পাদক পদে নীল দল সমর্থিত প্রার্থী বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক ড. ফিরোজ আহমেদ এবং স্বাধীনতা শিক্ষক পরিষদ সমর্থিত প্রার্থী ফার্মেসি বিভাগের ড. মো. আনোয়ারুল বাশার উভয়ই ১১৮ ভোট পেয়েছেন।

এদিকে সাধারণ সম্পাদক পদে দুই প্রার্থীর ভোট সংখ্যা সমান হওয়ায় এ পদে বিজয়ীর নাম ঘোষণা করতে পারেনি নির্বাচন কমিশন। ফলাফল ঘোষণার পর সাধারণ সম্পাদক পদের সুরাহা নিয়ে শিক্ষকদের দুই পক্ষের মধ্যে মতানৈক্য দেখা দেয়। চলে পাল্টাপাল্টি তর্কাতর্কি। সমাধান না আসায় সাধারণ সভায় আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে। 

নির্বাচনে সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন ড. মো. আবু নছর মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বাদশা মিয়া, কোষাধ্যক্ষ পদে ড. ফাহদ হুসাইন, প্রচার সম্পাদক পদে সৈয়দ মোহাম্মদ সিয়াম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মারুফ রহমান এবং সদস্য পদে মো. মজনুর রহমান, মুহাম্মদ আব্দুস সালাম, বিপ্লব মল্লিক ও মো. ছারোয়ার উদ্দিন জয়ী হয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: