রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা লজ্জার: নুর

সময় ট্রিবিউন | ১৩ ডিসেম্বর ২০২১, ০৯:৫৯

দেশের চলমান পরিস্থিতি নিয়ে রোববার সংবাদ সম্মেলন করে গণ অধিকার পরিষদ-ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক বলেছেন, ‘কর্তৃত্ববাদী সরকারের’ গণবিরোধী সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালানো হয়েছে।

তিনি বলেন, অসাংবিধানিক ও বেআইনিভাবে ভিন্নমত ও বিরোধীদের ওপর দমন-পীড়নের মতো অমানবিক কর্মকাণ্ডের কারণে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এমন নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য চরম লজ্জা, উৎকণ্ঠা ও উদ্বেগের।

রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নুরুল হক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুরুল হক বলেছেন, ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের বিভিন্ন দেশের ১৫ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানের ওপর মানবাধিকার লঙ্ঘনের দায়ে নিষেধাজ্ঞা দিয়েছে। এর মধ্যে বাংলাদেশের বর্তমান পুলিশ প্রধান বেনজীর আহমেদ, র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ–আল মামুনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয় সদস্য এবং প্রতিষ্ঠান হিসেবে র‍্যাবের নাম রয়েছে। সরকারের গণবিরোধী সিদ্ধান্ত বাস্তবায়নের কারণেই এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ডাকসুর সাবেক এ নেতা বলেন, যুক্তরাষ্ট্রের বিশ্ব গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশের আমন্ত্রণ না পাওয়া চরম অসম্মানের। এটি দেশের কর্তৃত্ববাদী ও অগণতান্ত্রিক সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতিবাচক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ; যা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে এক বিরাট প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।

বক্তব্যে নুরুল হক বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে দেশ ভবিষ্যতে কূটনৈতিক, অর্থনৈতিক, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন ক্ষেত্রে যে সম্ভাব্য সংকটের সম্মুখীন হতে যাচ্ছে, তা মোকাবিলায় জাতীয় স্বার্থে প্রধানমন্ত্রীকে দেশের সব রাজনৈতিক দল, সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে সংলাপ আয়োজন করা জরুরি। একই সঙ্গে একটি ‘স্বাধীন তদন্ত কমিশন’ গঠন করে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সরকারি কর্মচারীদের জনগণের পাশে থাকার অনুরোধ জানান নুরুল হক। তিনি বলেন, দলনিরপেক্ষ অবস্থানে থেকে দেশ ও জাতির কল্যাণে গণতন্ত্র ও সাংবিধানিক মূল্যবোধ সমুন্নত রেখে কাজ করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ, বিল্পব পোদ্দার, আবু হানিফ, মাহফুজুর রহমান, সোহরাব হাসান, সাদ্দাম হোসেন প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
  1. শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
    শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
  1. সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
    সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
জনপ্রিয় খবর