শেরপুরে গারো পাহাড় সীমান্তে চার সাংবাদিকের ওপর চোরাকারবারীদের হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে শেরপুর প্রেসক্লাব।
২৫ জানুয়ারি (শনিবার) দুপুরে শেরপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়,গত ২২ জানুয়ারি রাতে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকায় চোরাকারবারিদের সম্পর্কে খবর সংগ্রহ করতে গিয়ে শেরপুর প্রেসক্লাবের তিন কর্মকর্তাসহ চার সাংবাদিক চোরাকারবারীদের দ্বারা লাঞ্চনা ও শারিরীক ভাবে আক্রান্ত হয়। তাদের বহনকারী গাড়ি ভাংচুর করা হয়, তাদের আটকে রাখার চেষ্টা করা হয়। আক্রান্ত তিন কর্মকর্তা হলেন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল ও ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান রিপন এবং দেশ রুপান্তর পত্রিকার প্রতিনিধি শফিউল আলম সম্রাট।
প্রেসক্লাবের কর্মকর্তারা আইনের উপর আস্থা রেখে আইনের প্রচলিত ধারায় হামলাকারীদের বিরুদ্ধে গত ২৩ জানুয়ারি রাতে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন। প্রেসক্লাবের নেতৃবৃন্দ আইনের প্রতি শ্রদ্ধা রেখে মামলা ব্যাতিত অন্য কোনো কর্মসূচি গ্রহণ করেননি। কিন্তু উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, ঘটনার তিন দিনেও অভিযুক্ত কাউকে আইনের আওতায় আনা হয়নি। এমন ঘটনায় সাংবাদিকরা শঙ্কিত । তাই অভিযুক্তদে দ্রুত আইনের আওতায় আনাসহ গ্রেফতারের জোর দাবী জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এ সময় শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ অন্যান্য কর্মকর্তারা ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট
আপনার মূল্যবান মতামত দিন: