
জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে শেরপুর জেলা জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুর ৩ ঘটিকার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওই সময় পৌর শহরের থানার মোড় থেকে মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে খোয়ারপাড় মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে শেরপুর পৌর শহরের থানার মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার নায়েবে আমীর মাওলানা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।
এ সময় তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের বর্ষীয়ান নেতাদের মিথ্যা মামলায় জড়িয়ে প্রহসনের বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। এই প্রহসনের মাধ্যমে শেরপুরের কৃতি সন্তান বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহ-সেক্রেটারী জেনারেল আলহাজ্ব কামরুজ্জামানকেও হত্যা করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্ষীয়ান কেন্দ্রীয় নেতৃবৃন্দদের ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকার মৃত্যুদণ্ড দিয়েও থেমে থাকেনি বরং সে জামায়াতেকে চিরতরে নিশ্চিহ্ন করতে এটিএম আজহারুল ইসলামসহ অন্যান্য জামায়াতে নেতাকর্মীদের অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছে। এসব করেও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মনোবল ভেঙ্গে দিতে পারেনি।
গত ২০২৪ জুলাই-আগষ্ট ছাত্র আন্দোলনের গনঅভ্যুত্থানের পর অনেক বিএনপি নেতাকর্মীদের কারাগার থেকে মুক্তি দেয়া হলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জামায়াতের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেয়নি।
ওই সময় তিনি হুশিয়ারি দিয়ে আরও বলেন, আগামী ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) মামলার শুনানীর দিনে আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। অন্যথায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এছাড়াও যারা ওই মিথ্যা মামলায় স্বাক্ষ্য দিয়েছে এবং যে বিচারকরা রায় দিয়েছিলেন তাদেরও বিচারের আওতায় আনতে হবে। ওই সময় তিনি শেখ হাসিনা সরকারের বাতিল করা জামায়াত-শিবিরের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারী আলহাজ্ব নুরুজ্জামান বাদল, বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্রশিবির সাবেক বির্তক সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, গাজীপুর মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারী মো. ফারদিন হাসান হাসিক, শেরপুর জেলা জামায়াতে ইসলামী সাবেক সেক্রেটারী মাওলানা আব্দুল বাতেন, শহর শাখার সভাপতি মাওলানা নূরুল আমীন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সভাপতি আশরাফুজ্জামান মাসুম প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: