জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করলে ‘পাপ হবে’ নিজের এমন বক্তব্য স্বীকার করে নিয়েছেন রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী। এর আগে তিনি ওই কথোপকথনকে ‘এডিট’ করা দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। আর শুক্রবার ফেসবুক লাইভে এসে মেয়র স্বীকারোক্তি দিলেন।
লাইভে এসে অঝোরে কাঁদতে থাকেন মেয়র। ভুল হয়েছে স্বীকার করে তিনি সবার সহানুভূতি চান। বক্তব্যের শুরুতেই ১ মিনিট ৫১ সেকেন্ডের অডিওটি মনোযোগ সহকারে শোনার অনুরোধ জানান মেয়র। বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছিলেন বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাঁকে নিয়ে কটূক্তির দুঃসাহস তাঁর নেই। তিনি কটূক্তি করেননি। তবে ম্যুরাল নিয়ে তাঁর কথা আছে। তিনি বলেন, ‘আমাদের এখানে একটা বড় মাদ্রাসা আছে। মাঝে মধ্যেই জানাজা বা অনুষ্ঠানের কারণে আমার যাওয়া হয়। গেলে শিক্ষকদের সঙ্গে মাঝে মাঝে বসা হয়। যতটুকু মনে আছে, কোনো জানাজায় ওখানে গিয়েছিলাম। ওখানকার বড় হুজুর জামাল উদ্দিন মাহমুদ সন্দিপি। আমি যতটুকু দেখেছি, আল্লাহর রাস্তা ছাড়া দুনিয়াদারি কোথাও তাঁকে পাইনি। তিনি কষ্ট করে মাদ্রাসাটা গড়ে তুলেছেন। তাঁর শিষ্যরা সারা বাংলাদেশে বিচরণ করছেন। সারা রাত তিনি নামাজ পড়েন। তাঁর হাঁটুতে ব্যথা, উঠতে পারেন না। আমার যতটুকু মনে হয়েছে, তিনি সম্পূর্ণরূপে আল্লাহওয়ালা একজন মানুষ। আমার সন্দেহ নাই। আমি মাদ্রাসায় বসেছি, তিনি আমাকে বললেন, তাঁর ছাত্র তাঁকে কাটাখালী গেটের ভিডিও দেখিয়েছেন। তিনি বললেন, ম্যুরালটার বিষয়ে কোনো চেঞ্জ আনা যায় না? আমি বললাম, কী সমস্যা? উনি ব্যাখ্যা দিলেন। বোঝালেন। আমি শুনেছি। আমি তো মানুষ, আমি তো একটা মুসলমান। আল্লাহর কথা আসলে কে না দুর্বল হয়। আমিও একটু দুর্বল হলাম। আমি সেদিন বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করিনি। বলেছি, ম্যুরালটা করলে ইসলামে ঠিক হবে না। এটা পাপ হবে। আড্ডার মধ্যে অনেক গল্পই তো মানুষ করে। আমিও হয়তো করেছি। হয়তো ভুল করেছি, কিন্তু কত বড় ভুল করেছি?’
আব্বাস বলেন, ‘সাংবাদিক সমাজের কাছে প্রশ্ন, কত বড় ভুল করেছি? আমার বিরুদ্ধে মিছিল করল, ভাঙচুর করল। মামলা দিল। দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। তবুও মেনে নিয়েছি। ভালোবাসার মানুষজন যারা আছেন, তাঁদের ভয়ভীতি দেখানো অব্যাহত আছে। কাউন্সিলরদের ডেকে, থ্রেট করে ১২ জন কাউন্সিলরের অনাস্থা নেওয়া হয়েছে। সেই ডকুমেন্ট আমার কাছে আছে।
এ পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন মেয়র। তিনি বলেন, ‘আমি তো মানুষ। আমি তো ভুল করতেই পারি। তার জন্য ক্ষমা চাই। তারপরও মনঃপূত না হলে বহিষ্কার করবেন, আমার নামে মামলা দিবেন- যতটুকু ভুল করেছি তার জন্য। কিন্তু একের পর এক অত্যাচার জুলুম। আমার অসুস্থ মা তিন-চার দিন না খেয়ে আছে। বাড়িতে মাদক রেখে আমার মাকে-বউকে ফাঁসানোর পরিকল্পনা হচ্ছে। আমি কী এত বড় অন্যায় করেছি? অন্যায় করলে তো আইন আছে। এভাবে এত কিছু করা কি ঠিক? আমি কত বড় অন্যায় করেছি? আমাকে বলা হচ্ছে, আমি দলে অনুপ্রবেশকারী। আমি যদি আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো দল জীবনে করে থাকি তাহলে সব শাস্তি মাথা পেত নেব। ২০০২ সালে যুবলীগ দিয়ে আমার শুরু। ৭ মার্চের ভাষণ আমার চোখ খুলে দিয়েছে। তারপর থেকে যুবলীগ করছি। আওয়ামী লীগ ছাড়া অন্য দল করেছি, কেউ প্রমাণ করতে পারলে সুইসাইড করব।’
তিনি আরও বলেন, ‘আমাকে চাঁদাবাজ, ছিনতাইকারী বানানো হচ্ছে। কোটি কোটি টাকার মালিক বানানো হচ্ছে। আমার ব্যাংকে লোন কত সেটা নিয়ে লাইভে আসব। যদি আপনারা মনে করেন বড় অন্যায় করেছি, আমার পাশে দাঁড়ানোর দরকার নাই। যদি আমার ওপর অন্যায় হয় তাহলে পাশে দাঁড়ান। আমি সহযোগিতা চাই। আমার অসহায় মাকে দেখতে দিন। চার মাসের বাচ্চার কাছে যেতে চাই। আমার পাশে একটু দাঁড়ান প্লিজ। আল্লাহর ওয়াস্তে দাঁড়ান।’
মেয়র আব্বাস বলেন, ‘আমি যদি বুঝতে পারি, আমার কথায় আপনার বিবেক নাড়া দিয়েছে, তাহলে পর্যায়ক্রমে একটা একটা করে সবগুলো খোলস খুলে দেব। আমাকে নিয়ে অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে। আমার পাশে আপনাদেরকে দরকার। আমি আজ কয়দিন ধরে না খেয়ে আছি। আমি অসুস্থ হয়ে গেছি। আমাকে হেল্প করুন। আমাকে বাঁচান প্লিজ।’
আপনার মূল্যবান মতামত দিন: