এলাকা ছাড়লেন সাংসদ আফজাল

সময় ট্রিবিউন | ২১ নভেম্বর ২০২১, ১৩:১১

সাংসদ মো. আফজাল হোসেন-ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা পেয়ে নির্ধারিত সময়ের মধ্যে (শনিবার দুপুরের আগে) নির্বাচনী এলাকা নিকলী ছাড়লেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সাংসদ মো. আফজাল হোসেন।

নির্বাচন কমিশন থেকে বলা হয়, সাংসদ আফজাল তাঁর নির্বাচনী এলাকার আওতাধীন নিকলীতে ইউপি নির্বাচনে এক প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন। এতে আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। এ কারণে সাংসদ আফজালকে গতকাল শুক্রবার এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ–সংক্রান্ত চিঠিতে সাংসদকে আজকের মধ্যে এলাকা ছাড়তে বলা হয়। বিষয়টি শনিবার কিশোরগঞ্জের প্রধান আলোচ্য হয়ে ওঠে।

সাংসদের অনুসারী হিসেবে পরিচিত নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এম রুহুল কুদ্দুস ভূঁইয়া বলেন, ইসির নির্দেশনার প্রেক্ষিতে সাংসদ নিকলী ছেড়ে গেছেন।

স্থানীয় সূত্র জানায়, সিংপুর ইউপি নির্বাচন সামনে রেখে স্থানীয় হাইস্কুল মাঠে আজ বিকেলে দলীয় প্রার্থী মোহাম্মদ আলীর পূর্বঘোষিত সভাটি শুরু হলেও সাংসদ যোগ দেননি। সভাটিতে সাংসদের প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল। কয়েক দিন আগে থেকে এই সভার বিষয়ে সেভাবেই প্রচারণা চালানো হয়। পরে সভাটি শুরু হয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. ইসহাক ভূঁইয়ার সভাপতিত্বে। সভায় নৌকার প্রার্থী মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, সাংসদকে নিকলী ছেড়ে যাওয়ার ইসির নির্দেশের বিষয়টি রাতেই উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকেও অবহিত করা হয়েছে।

সাংসদ আফজাল হোসেন নৌকা প্রতীকে টানা তিনবারের সাংসদ। তিনি বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর