মমতাজের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি | ১২ নভেম্বর ২০২১, ০৭:৪৬

ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তিনি তার ব্যক্তিগত গাড়ি ও অনুগত রাজনৈতিক নেতাকর্মী নিয়ে তিনি বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে বেড়ান।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে এমপি মমতাজ বেগম চারিগ্রাম ইউনিয়নের ২৭ নম্বর চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নিজের গাড়িযোগে আসেন। পরে তিনি ভোট কেন্দ্রের বুথের ভিতর গিয়ে পরিদর্শন করেন। তিনি ভোট কেন্দ্রের ভিতরে গিয়ে পোলিং এজেন্ট ও প্রার্থীর এজেন্টদের সঙ্গে কুশল বিনিময় করেন। ভোটগ্রহণ সম্পর্কে তাদের সঙ্গে কথা বলেন।

নির্বাচনী নীতিমালা উপেক্ষা করে বিভিন্ন ভোট কেন্দ্রে এমপি হিসেবে ঘুরে বেড়ানো প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, যতদিন আচরণবিধির বিষয় ছিল ততদিন এলাকায় আসেননি। আমি কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখছি। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে কিনা এটা দেখতে!

আপনার দেখার মধ্যে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে কিনা- এমন প্রশ্নের জবাবে বলেন, আমি প্রশাসনের সঙ্গে আলাপ করেই এসেছি।

আচরণবিধি লঙ্ঘিত করার কারণে তাকে শোকজ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে জেলা নির্বাচন কমিশনার বলেন, এ ব্যাপারে যদি কেউ অভিযোগ করেন তাহলে আমরা তার বিষয়টি প্রধান নির্বাচনে জানাব। তারা যেভাবে নির্দেশ দেবে আমরা সেভাবেই কাজ করব।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর