বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ.লীগের সাত নেতাকে দল থেকে বহিষ্কার

সময় ট্রিবিউন | ৬ নভেম্বর ২০২১, ১০:৫৬

বাংলাদেশ আওয়ামী লীগের লোগো- ফাইল ছবি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বরিশাল সদর উপজেলায় আওয়ামী লীগের সাত নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে বলে শুক্রবার সন্ধ্যায় বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম রেজা মোফাজ্জেলের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের বিদায়ী চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন ও মিজানুর রহমান জাকির, শায়েস্তাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুবেল হোসেন মামুন, চরমোনাই ইউনিয়নের সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন হাওলাদার, চরকাউয়া ইউনিয়নের সুলতান আহমেদ খান ও হারুন অর রশিদ এবং চাঁদপুরা ইউনিয়নের জাহিদ হোসেন।

হালিম রেজা জানান, স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের নির্দেশে ৯ অক্টোবর ওই সব ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন নিশ্চিত করা হয়। এরপরও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বরিশাল সদরের ওই পাঁচ ইউনিয়ন পরিষদে ভোট ১১ নভেম্বর।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর