জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা সিদ্দিক

সময় ট্রিবিউন | ৫ নভেম্বর ২০২১, ০৯:৪৭

সংবাদ সম্মেলনে বিদিশা সিদ্দিক -ছবি: সংগৃহীত

প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জাতীয় পার্টি (জাপা) পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বারিধারা প্রেসিডেন্ট পার্কে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।

জাপার সাবেক সাংসদ এবং দলটি পুনর্গঠন প্রক্রিয়ার মুখপাত্র জাফর ইকবাল সিদ্দিকী এই ঘোষণা দেন।
বিদিশা বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ যেভাবে জাপা ভালোবাসতেন, সেভাবেই আমি দলকে ভালোবেসে যাব। সারাদেশে দলের পুনর্গঠনে কাজ করব। নেতাকর্মীদের আবার জাগ্রত করব। দেশ গড়ার লক্ষ্যে শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করব।

বিদিশা বলেন, ‘ম্যাডাম রওশনকে আমি আরও কথা দিয়েছি, আপনার সন্তানদের দেখেশুনে রাখব। আপনিই দলের চেয়ারম্যান থাকবেন। আমি কেবল ভারপ্রাপ্ত। সুস্থ হয়ে ফিরলে জাপার দায়িত্ব আপনিই পালন করবেন।’



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর