হত্যাচেষ্টা মামলা: জেলা আ.লীগ সম্পাদককে আসামি করায় শহরজুড়ে বিক্ষোভ

সময় ট্রিবিউন | ১ নভেম্বর ২০২১, ১১:০৪

ছবি: সংগৃহীত

কক্সবাজারে ছাত্রলীগের সাবেক এক নেতাকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় পৌর মেয়র আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানকে প্রধান আসামি করে মামলা হওয়ায় শহরজুড়ে বিক্ষোভ দেখিয়েছেন তার সমর্থকরা।

সদর থানার পরিদর্শক (তদন্ত) বিমলচন্দ্র দে জানান, বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোনাফ সিকদারকে গুলি করা হয়। এ ঘটনায় রোববার দুপুরে মোনাফের ভাই শাহজাহান সিকদার বাদী হয়ে মামলা করেছেন। হত্যাচেষ্টার মামলায় কক্সবাজারের মেয়র জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে প্রধান আসামি করা হয়।

তিনি জানান, গুলিবিদ্ধ মোনাফকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলেও পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি এখনও সেখানে চিকিৎসাধীন।

তিনি বলেন, মামলায় ২ নম্বর আসামি করা হয়েছে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে। মামলায় আটজনের নাম উল্লেখ করে মোট ১৪ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ মামলা তদন্ত করে ঘটনায় জড়িতদের চিহ্নিত করার পাশাপাশি মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

এদিকে আওয়ামী লীগ নেতাদের আসামি করায় সন্ধ্যা থেকে শহরের প্রধান সড়ক অবরোধ করে বিভিন্ন এলাকায় দলীয় নেতাকমীরা বিক্ষোভ-মিছিল করেছেন। এছাড়া সড়কে টায়ার জ্বালানো হয়েছে। এতে সন্ধ্যায় প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় দোকানপাট।

কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর বলেন, মোনাফকে গুলি করার ঘটনায় মুজিবুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মামলা করা হয়েছে। এর প্রতিবাদে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় বিক্ষোভ কর্মসূচি চলছে। দলের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা স্বার্থান্বেষী একটি মহল রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে এই মামলাটি করেছে। মোনাফকে যেদিন গুলি করা হয় সেদিন মেয়র মুজিবুর রহমান ঢাকায় ছিলেন। মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
  1. শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
    শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
  1. সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
    সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
জনপ্রিয় খবর