দলের ভেতরে শৃঙ্খলা না থাকার অভিযোগ তুলে রংপুরের বদরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৭১ জন দল থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতবার তাঁরা রংপুর জেলা জাপার সভাপতির কাছে ওই পদত্যাগপত্র জমা দিয়েছেন।
আসাদুজ্জামান বলেন, দলের ভেতরে শৃঙ্খলা না থাকায় আমরা উপজেলা কমিটির ৭১ সদস্যই একযোগে জেলা সভাপতির কাছে পদত্যাপত্র জমা দিয়েছি। আসাদুজ্জামান জাপা চেয়ারম্যানের উপদেষ্টাও ছিলেন।
বদরগঞ্জ উপজেলা জাপার মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম বলেন, উপজেলা জাপার কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছে জাপা চেয়ারম্যান জি এম কাদের ও সাংসদ মসিউর রহমানের। কোনোভাবেই এটা নিরসন করা যায়নি। মসিউরের কাছে গেলে জাপা চেয়ারম্যানের কাছে যেতে বলেন আবার জাপা চেয়ারম্যানের কাছে গেলে মসিউরকে দেখিয়ে দেন।
তিনি বলেন, ‘এভাবে তো আর দল করা যায় না। এ কারণে আমরা সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে দল থেকে পদত্যাগ করেছি।’
এদিকে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুর জেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান দাবি করেন, শুধু উপজেলা জাপার কমিটি নয়, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও আগামীতে একযোগে দল থেকে পদত্যাগ করবেন।
আপনার মূল্যবান মতামত দিন: