চিত্ত রঞ্জন দাস আ.লীগ থেকে বহিষ্কার

সময় ট্রিবিউন | ১৬ সেপ্টেম্বর ২০২১, ০২:২৩

ফাইল ছবি

এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে রাজধানীর সবুজবাগ থানার সাধারণ সম্পাদক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্ত রঞ্জন দাসকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে আওয়ামী লীগ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে। বহিষ্কার নোটিশে তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এ ব্যাপারে জবাব চাওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে তা জানাতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি নিজ কার্যালয়ে এক তরুণীকে চিত্ত রঞ্জন দাস শ্লীলতাহানি করছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায় তরুণীকে কাছে টেনে বারবার তাকে জড়িয়ে ধরছেন আওয়ামী লীগের এই নেতা। ভুক্তভোগী তরুণী তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। সেই মামলায় আদালতে হাজিরা দিয়ে চিত্ত রঞ্জন দাস জামিন পান। তবে চিত্ত রঞ্জন দাস এই ভিডিওকে নাটকের সংলাপ বলে দাবি করেন।

তিনি জানান, তার এলাকার বরদেশ্বরী মন্দিরে এটি চিত্রায়িত।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর