বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে সরকারের অনুমোদন চেয়ে তাঁর পরিবারের করা আবেদনের বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়।
আইনমন্ত্রী আনিসুল হকের মতামতের ফাইল আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রীর মতামতের পর এই ফাইল যাবে প্রধানমন্ত্রীর কাছে।
আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে এসব নিশ্চিত করেছেন।
তবে কী মতামত দিয়েছেন তা বলতে রাজি হননি আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়াকে সাজা স্থগিতের শর্ত দিয়ে মুক্তি দেওয়া হয়েছে। এখন আইনীভাবে যে মতামত দেওয়ার, তা–ই দিয়েছেন তিনি।
এর আগে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়। সরকারের পক্ষ থেকে জানা গেছে, আবেদনে আগের মতোই খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর অনুরোধ করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: