বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনার টিকার দ্বিতীয় ডোজ নিলেন। বুধবার (১৮ আগস্ট) রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে মডার্নার টিকা নিলেন তিনি।
বিকেল ৪টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হওয়ার ১০ মিনিট পর শেখ রাসেলে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। তার নিরাপত্তায় হাসপাতাল প্রাঙ্গণে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
গত ১৯ জুলাই খালেদা জিয়া করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। টিকা নেয়ার পরে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি তার।
এর আগে ৯ জুলাই তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটে টিকার জন্য আবেদন করেন। ১৮ জুলাই তার টিকা নেওয়ার এসএমএম আসে।
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সেখানে ৫৪ দিন চিকিৎসা শেষে গত ১৯ জুন রাতে গুলশানের বাসভবনে ফেরেন তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: