বর্তমান সময়কে নষ্ট সময় দাবি মির্জা ফখরুলের

সময় ট্রিবিউন | ৪ আগষ্ট ২০২১, ০৫:০৯

ছবিঃ সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বিশ্ব রাজনীতির অবস্থা ভালো না। সত্যিকার অর্থে একটি সমাজ, একটি রাষ্ট্র গঠনে রাজনীতিবিদদের যে গুরু দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালনে এখন আর রাজনীতিবিদদের তেমন ভূমিকা রাখতে দেখা যায় না।

বর্তমান সময়কে নষ্ট সময় দাবি করে মির্জা ফখরুল বলেন, এখন রাজনীতির চূড়ান্ত কথা ক্ষমতা, অর্থ উপার্জনই হয়ে গেছে রাজনীতির চূড়ান্ত লক্ষ্য।

করোনা মহামারির বিভিন্ন দিক তুলে ধরে বর্তমান সরকার এই পরিস্থিতি মোকাবিলা করতে লেজে-গোবরে অবস্থা তৈরি করেছে দাবি করে সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্প-কলখানার শ্রমিকদের সরকার ইচ্ছে মতো কাজে যোগ দিতে বলছেন আবার ইচ্ছে মতো বাড়ি যেতে বলছেন। এসব শ্রমিকের জীবনের যেন কোনো মূল্যই নাই। তাদের চূড়ান্তভাবে অবহেলা করে প্রচণ্ডভাবে ভোগান্তিতে ফেলছে সরকার।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর