করোনায় একজন মানুষও অনাহারে দিন কাটায়নি: তথ্যমন্ত্রী

সময় ট্রিবিউন | ২০ জুলাই ২০২১, ০১:৪৯

ফাইল ছবি

করোনাভাইরাসের মহামারিকালে খেটে খাওয়া একজন মানুষও অনাহারে দিন কাটায়নি বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, আওয়ামী লীগ যেভাবে করোনাকালে মানুষের পাশে আছে আর কোনো দল সেভাবে পাশে নেই। তারা আছে টেলিভিশনের পর্দায়।

সোমবার (১৯ জুলাই) ধানমন্ডিতে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, বিএনপি জামাতের নেতারা বলেছিল হাজার হাজার মানুষের লাশ পড়ে থাকবে। চারদিকে খাদ্যর অভাবে হাহাকার লেগে যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত দেড় বছর যেভাবে সরকার ও দেশ চালিয়েছেন তা বিশ্বে বিরল। করোনা মোকাবিলায় তার কার্যক্রমের প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

তিনি বলেন, বিএনপির ফখরুল সাহেব, সমালোচনা করে বলেন, ‘সরকার ভারত ছাড়া আর কোনো উৎস থেকে কেন টিকা আনার চেষ্টা করল না।’ এখন বিভিন্ন দেশ থেকে টিকা আসছে। যে বিএনপির নেতারা টিকা নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়িয়েছেন তারাই এখন গোপনে বা প্রকাশ্যে টিকা নিচ্ছেন। এমনকি বেগম খালেদা জিয়াও আজ টিকা দিতে যাচ্ছেন। তাকে অভিনন্দন জানাই। তবে তার দল করোনা টিকা নিয়ে যে বিভ্রান্তি ছড়িয়েছে তার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর