করোনা আক্রান্ত রুহুল কবির রিজভী

সময় ট্রিবিউন | ১৮ মার্চ ২০২১, ০৮:১০

ছবিঃ সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (১৭ মার্চ) রাজধানীর পপুলার হাসপাতালে করোনা টেস্টের জন্য নমুনা দিলে রিপোর্ট পজিটিভ আসে।

রুহুল কবির রিজভী নিজেই ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করে জানান, গত তিন-চার দিন ধরে জ্বরে ভুগছিলেন। এর মধ্যে বুধবার (১৭ মার্চ) রাজধানীর পপুলার হাসপাতালে সিটি স্ক্যান করতে গেলে সেখানে তিনি করোনা টেস্টের জন্য নমুনা দেন। সেই রিপোর্টে করোনা পজিটিভ এসেছে।

    আরও পড়ুনঃ দেশ বিরোধী অপশক্তি দেশে-বিদেশে এখনও সক্রিয়- প্রধানমন্ত্রী

তিনি জানান, এখনও তিনি প্রচণ্ড জ্বরে ভুগছেন। খাওয়ায় রুচি নেই। এর বাইরে তার অন্য কোনো অসুবিধা হচ্ছে না। রিজভী তার সুস্থতার জন্য দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এদিকে আজ সকালেও রুহুল কবির রিজভী নয়াপল্টন এক দোয়া মাহফিলে অংশ নেন। এর আগে এক অনুষ্ঠানে রিজভী বলেন, আমি যৌক্তিক কারণেই ভারত থেকে আনা করোনা ভ্যাকসিনের বিরোধিতা করেছি। ফলে, আমি এই ভ্যাকসিন নেব না।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর