যারা ছয় দফা মানতে চায় না, তারা স্বাধীনতাকে হেয় করছে

সময় ট্রিবিউন | ৭ জুন ২০২১, ২৩:২০

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম, ছয় দফা দিবস মানতে চায় না, তারা দেশের স্বাধীনতাকেই হেয় করছে।

সোমবার (০৭ জুন) ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারাই নির্বাচনে অংশগ্রহণ করে না।

এ সময় তিনি বলেন, ছয় দফার মধ্যদিয়েই মূলত বাঙালির মুক্তির আন্দোলন শুরু হয়েছিল।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকেও আওয়ামী লীগ নেতারা শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছরেও একটি মহল স্বাধীনতার বিপক্ষে। স্বাধীনতার এই বিপক্ষ শক্তিও দেশে রাজনীতি করছে। দুঃখজনক হচ্ছে, বিএনপি স্বাধীনতার বিপক্ষ শক্তিকে সঙ্গে নিয়েই রাজনীতি করছে।

এরপর রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল স্লোগানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর