সিদ্ধান্ত বদল, আগামীকাল শপথ নেবেন জাপার ১১ এমপি

নিজস্ব প্রতিবেদক | ৯ জানুয়ারী ২০২৪, ২২:২৭

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় নির্বাচনে দলের নবনির্বাচিত এমপিদের শপথের ব্যাপারে সিদ্ধান্ত বদল করেছে জাতীয় পার্টি (জাপা)। এর আগে, দলটির পক্ষ থেকে বলা হয়েছিল, লাঙ্গল প্রতীক নিয়ে যে ১১ জন নির্বাচিত হয়েছেন তারা আগামীকাল বুধবার শপথ নেবেন না। এর কয়েক ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদল করে শপথ নেওয়ার কথা জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।

জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম আজ সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের পূর্ব ঘোষিত বৃহস্পতিবারের সভা বাতিল করা হয়েছে। আগামীকাল শপথ নেবেন জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ। আগামীকাল সকাল ১০টার মধ্যে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর