এক দফা দাবিতে

অসহযোগ আন্দোলনের ডাক বিএনপির

সময় ট্রিবিউন | ২০ ডিসেম্বর ২০২৩, ১৫:০৪

অসহযোগ আন্দোলনের ডাক বিএনপির

এক দফা দাবিতে ২৮ অক্টোবরের পর থেকে হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে আসা বিএনপি এবার অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন।

সংবাদ ব্রিফিংয়ে তিনি ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। এছাড়া নির্বাচনে ভোটগ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব পালনে বিরত থাকার আহ্বান জানানো হয়।

ব্যাংকে লেনদেন না করা, সরকারকে কর না দেওয়া, সরকারি অফিসে না যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর