ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচন: ৫০ বছর পর নৌকার জয়

সময় ট্রিবিউন | ৫ নভেম্বর ২০২৩, ২৩:১৩

বিজয়ী প্রার্থী শাহজাহান আলম

প্রায় ৫০ বছর পর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। ১৯৭৩ সালের পর এই আসনে নৌকার প্রার্থী জয় পেল।

রবিবার অনুষ্ঠিত ভোটে দলটির প্রার্থী মো. শাহজাহান আলম জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা।

জেলা নির্বাচন কার্যালয়ের পাওয়া প্রাপ্ত তথ্য অনুযায়ী, নৌকা প্রতীকের প্রার্থী শাহজাহান আলম পেয়েছেন ৬৬ হাজার ৩১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (কলার ছড়ি) প্রতীকের জিয়াউল হক মৃধা পেয়েছেন ভোট ৩৭ হাজার ৫৫৭ ভোট। বাকি তিন প্রার্থী নির্বাচনের নিয়ম অনুসারে প্রদত্ত ভোটের আটভাগের একভাগ না পাওয়ায় জামানত হারাচ্ছেন। নির্বাচনে মোট প্রায় ২৫ ভাগ ভোট পড়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর