কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঢাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সভা ২৫ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক | ২৩ অক্টোবর ২০২৩, ২৩:১৬

প্রতীকী ছবি

বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, মহানগরের অন্তর্গত থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর-দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদ্বয় ও কাউন্সিলর; ঢাকা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, উপজেলা/থানা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক; সংশ্লিষ্ট এলাকাসমূহের নির্বাচিত দলীয় সকল জনপ্রতিনিধিগণ এবং সকল সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

আগামী বুধবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। খবর বাসসের। 

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর