ঢাকায় ৮ সমাবেশের ঘোষণা বিএনপির

সময় ট্রিবিউন | ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২৩:১১

ছবিঃ সংগৃহীত

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানী ঢাকার প্রবেশমুখে ৮টি সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কর্মসূচি ঘোষণা করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল রোববার (১৭ সেপ্টেম্বর) ‘তারুণ্যের রোডমার্চ’ শেষে আগামী মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) থেকে ‘এক দফা’ দাবিতে ১৫ দিনের গুচ্ছ কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। এই কর্মসূচিতে যেমন নানামাত্রিক সমাবেশ থাকবে, তেমনি একাধিক রোডমার্চের কর্মসূচিও থাকবে বলে জানা গেছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর