শপথ নিলেন নবনির্বাচিত রাজশাহী-সিলেট সিটির মেয়র

সময় ট্রিবিউন ডেস্ক: | ৪ জুলাই ২০২৩, ০৩:১৭

সংগৃহীত ছবি

শপথ নিয়েছেন নবনির্বাচিত রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও আনোয়ারুজ্জামান চৌধুরী।

সোমবার (৩ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের শাপলা হলে এক অনুষ্ঠানে দুই সিটির মেয়রকে শপথ করান।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম। এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য মঞ্চে উপস্থিত ছিলেন।

গত ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ১ লাখ ৬০ হাজার ২৯০ ভোটে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুর্শিদ আলম পান ১৩ হাজার ৪৮৩ ভোট।

একই দিনে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৮ হাজার ৬১৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নজরুল নজরুল ইসলাম বাবু পান ৫০ হাজার ৩২১ ভোট।

এর আগে সকাল ১০টায় গণভবনের শাপলা হলে গাজীপুর, বরিশাল ও খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রদের শপথ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর