আমাদের অর্থনীতির অবস্থা এমন হয়নি যে ঈদুল আজহায় গরু কোরবানির মতো সাধ্য নেই। মানুষের গরু কেনার সাধ্য আরও বেড়ে গেছে। পদ্মা সেতুতে ঈদের আগের দিন ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার টাকা ও বঙ্গবন্ধু সেতুতে ৩ কোটি ৫৮ লাখ ৫৯ হাজার টাকা টোল দেওয়া হয়েছে। তার মানে বহু মানুষ ঈদ আনন্দ উপভোগ করতে বাড়িতে ছুটে গেছেন।
রোববার (২ জুলাই) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
সিন্ডিকেট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, সিন্ডিকেটের কারণে মূল্যবৃদ্ধির বিষয় যখন ঘটবে তখন সরকারের একটা দায়িত্ব আছে। সরকার খোঁজখবর নিচ্ছে না এমন নয়। কিন্তু এখানে সরকারের সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় তাদের ওয়েতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি এটা লাগাম ছাড়া থাকবে না, এক সময় এটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। সিন্ডিকেট বলেন আর যাই বলেন সিন্ডিকেট তো আর সরকারের চেয়ে শক্তিশালী না।
খাদ্য পরিস্থিতি নিয়ে সরকার ভুল তথ্য দিচ্ছে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে মন্ত্রী বলেন, তাদের প্রধান নেতার মুক্তির ব্যাপারে দর্শনীয় একটি মিছিলও করতে পারেনি, এমন বিরোধী দল। এটিই হলো বাস্তবতা বাংলাদেশে এমন একটি সরকার এখন ক্ষমতায় যে সরকার সত্যকে লুকোচ্ছে না। আমরা সত্যকে লুকিয়ে কোনো ফায়দা তুলতে চাচ্ছি না। আর বাংলাদেশে অভাবে, কষ্টে একটি মানুষও কি মরেছে?
আপনার মূল্যবান মতামত দিন: