পাঁচদিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার (১৭ জুন) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানে নিজ বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা শেষে বাসার ফিরেছেন খালেদা জিয়া। শনিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা করেন তিনি। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন।
এর আগে, গত ১২ জুন মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। দ্রুত তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাঁচদিন চিকিৎসা শেষে তাকে বাসায় নেওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভারসহ নানা রোগে ভুগছেন। অসুস্থতার মধ্যেই গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছিল।
আপনার মূল্যবান মতামত দিন: