প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে বিএনপির সমাবেশ থেকে হত্যার হুমকির মামলায় আটক রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে আরও তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ( ৩০ মে) দুপুরে সন্ত্রাস দমন আইনে করা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪-এর আদালতে হাজির করা হয় চাঁদকে। পুলিশের পক্ষ থেকে আদালতে তার আরও পাঁচ দিনের রিমান্ড চাওয়া হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার চাঁদকে আটক করে। পরে ওই দিন বিকালে পুলিশ তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজশাহীর পুঠিয়া থানায় চাঁদের বিরুদ্ধে করা মামলার শুনানিতে আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট পারভেজ জাহিদী, অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালী।
এর আগে গত ২৫ মে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির মামলায় পুঠিয়া থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা সুজন আলী আবু সাঈদ চাঁদের ১০ দিনের রিমান্ড চান। এ মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তাকে আবারও আদালতে আনা হলে এবার গোয়েন্দা পুলিশ তাকে রিমান্ডে চায়।
গত ১৯ মে পুঠিয়ার শিবপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কবরে পাঠানোর’ হুমকি দেন আবু সাঈদ চাঁদ। এর দুদিন পরে এ ঘটনায় পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়। পরে গত ২৫ মে পুলিশ নগরীর ভেড়িপাড়া মোড় থেকে গ্রেপ্তার করে চাঁদকে।
এসটি/এসকে
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: