'নৌকা ছাড়া কেউ কেন্দ্রে আসতে পারবে না' বলা কাউন্সিলর প্রার্থীর প্রার্থীতা বাতিল

আল সাদি, গাজীপুর | ২৫ মে ২০২৩, ০৩:২৮

ছবি- সংগৃহীত

নৌকার প্রার্থী ছাড়া কাউকে ভোট কেন্দ্রে আসতে দেওয়া হবে না, বলে জনসভায় ভীতিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গাজীপুর সিটির ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আজিজুর রহমানের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

এর আগে গত মঙ্গলবার ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক স্বাক্ষরিত এক চিঠিতে কাউন্সিলর প্রার্থীকে ইসিতে তলব করার কথা জানানো হয় এবং নির্বাচন কমিশনে সশরীরে এসে ব্যাখ্যা দিতে বলা হয়।

প্রসঙ্গত, ২২ মে পুবাইল এলাকার কলের বাজারে মিছিল ও জনসভা করেন ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আজিজুর রহমান। উক্ত জনসভায় ‘নৌকা ছাড়া কাউকে ভোট কেন্দ্রে আসতে দিবেন না’ মর্মে ত্রাস সৃষ্টি এবং ভীতি প্রদর্শনমূলক বক্তব্য প্রদান করেন, যা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

আগামীকাল তৃতীয়বারের মত ভোট অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি কর্পোরেশে। প্রায় ১২ লাখ ভোটার নিয়ে গঠিত এ করপোরেশন। ৫৭টি ওয়ার্ডে মেয়র পদে আট জন সহ ৩২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর